ছবিতে থাকা এই বাচ্চা মেয়েটি কিন্তু বর্তমানে বলিউডের অন্যতম দাপুটে অভিনেত্রী। তার সঙ্গে আছে পশ্চিম বাংলার নিবিড় যোগ। করেছেন বেশ কিছু বাংলা ছবিও। দেখুন তো চিনতে পারছেন?
হ্যাঁ, ঠিক ধরেছেন ছবিতে থাকা এই ক্ষুদে রানি মুখার্জী। সদ্যই জন্মদিন গেল এই অভিনেত্রীর। ২১ মার্চ তিনি ৪৭ বছরে পা দিলেন। আর সেই উপলক্ষ্যে এদিন তার একগুচ্ছ ছোটবেলার অদেখা ছবি প্রকাশ্যে এসেছে। এই ছবিটিতে ছোট্ট রানীকে দেখা যাচ্ছে তার বাবার কোলে বসে হাসছেন। তার বাবা তথা পরিচালক রাম মুখার্জী গম্ভীর মুখে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন।
আরেকটি ছবি যেটি এদিন ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে দাদা রাজা মুখার্জী সঙ্গে দাঁড়িয়ে আছেন রানি। সাদা কালো ছবিতে বেশ কায়দা করেই দাদার পাশে ছোট্ট অভিনেত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।
১৯৯৬ সালে ‘বিয়ের ফুল’ ছবির হাত ধরে বিনোদন জগতে আত্মপ্রকাশ করেন রানি মুখার্জী। বাবা রাম মুখার্জীর ছবির হাত ধরে বাংলা ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করলেও অল্প সময়ের মধ্যে তিনি বলিউডের খ্যাতনামা অভিনেত্রী হিসেবে নাম করেন। তার প্রথম হিন্দি ছবি ‘রাজা কী আয়েগি বারাত’।
এরপর তিনি সময়ের সঙ্গে সঙ্গে বলিউডের মহিলাকেন্দ্রিক ছবির মুখ হয়ে ওঠেন। উপহার দেন ‘মার্দানি’, ‘হিচকি’, ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’র মতো ছবি। তাকে শেষবার ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’ ছবিতে দেখা গিয়েছে, আগামীতে আসছে তার অভিনীত ‘মার্দানি থ্রি’ ছবিটি । ২০১৪ সালে তিনি আদিত্য চোপড়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তাদের একটি মেয়ে আছে, যার নাম আদিরা।