Last Updated:
Actor Niladri Lahiri passed away: বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন তিনি। নাট্যজগতেও ছিল তাঁর অবাধ বিচরণ। মৃত্যুকালে প্রবীণ অভিনেতার বয়স হয়েছিল ৬৬ বছর।

কলকাতা: প্রয়াত অভিনেতা নীলাদ্রী লাহিড়ি। সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রবীণ অভিনেতার। বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন তিনি। নাট্যজগতেও ছিল তাঁর অবাধ বিচরণ। মৃত্যুকালে প্রবীণ অভিনেতার বয়স হয়েছিল ৬৬ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বিনোদন জগতে।
প্রয়াত অভিনেতা নীলাদ্রী লাহিড়ির কন্যা সম্পূর্ণা লাহিড়ীও টলিউডের পরিচিত মুখ। বাবাকে হারিয়ে ভেঙে পড়েছেন সম্পূর্ণা। জানা গিয়েছে, বিগত বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা। হৃদ্যন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি। সম্প্রতি বাইপাস সার্জারিও হয়েছিল তাঁর। চিকিত্সকের কাছে চেক আপের জন্যও যাওয়ার কথা ছিল তাঁর। তবে তাঁর আগেই চিরঘুমের দেশে পাড়ি দিলেন তিনি।
‘মিঠাই’, ‘শুভদৃষ্টি’, ‘মহাপীঠ তারাপীঠ’, ‘জগদ্ধাত্রীর’ মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন নীলাদ্রি। যদিও টেলিভিশনের আগে থেকেই নাট্যজগতে কাজ করেছেন তিনি। নাট্যজগত থেকেই দর্শকদমহলে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। টেলিভিশন হোক বা নাটক, দুই মাধ্যমেই তাঁর অভিনয় অত্যন্ত প্রশংসিত।
Kolkata,West Bengal
July 29, 2025 10:58 AM IST