Last Updated:
শ্যামবাজার পাঁচ মাথা মোড়ে চলছে পথসভা। নাগরিক সমাজও রয়েছে এই সভায়। রয়েছেন নিহত তামান্নার মা সাবিনা ইয়াসমিন। শ্যামবাজারের পাঁচমাথা মোড়ে এইরকম এক রাত দখলের রাতের সভা মঞ্চে আজ বসে রয়েছেন কন্যাহারা মা সাবিনা ইয়াসমিন।

কলকাতা : শ্যামবাজার পাঁচ মাথা মোড়ে চলছে পথসভা। নাগরিক সমাজও রয়েছে এই সভায়। রয়েছেন নিহত তামান্নার মা সাবিনা ইয়াসমিন। গতবছর আজকের দিনেই আরজিকরের খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে পথে নেমেছিল নাগরিক সমাজ। গত ১৪ অগাস্ট রাত দখলের রাত দেখেছিল বাংলা। এবার সেই রাত দখলের বর্ষপূর্তি অভয়ার বিচার, নারী নিরাপত্তার প্রশ্ন তুলে ফের পথে নাগরিক সমাজ, অভয়া মঞ্চ ও কিছু বিরোধী রাজনৈতিক ছাত্র সংগঠন।
শ্যামবাজারের পাঁচমাথা মোড়ে এইরকম এক রাত দখলের রাতের সভা মঞ্চে আজ বসে রয়েছেন কন্যাহারা মা সাবিনা ইয়াসমিন। আগামীকাল স্বাধীনতা দিবসের উদযাপন হবে দেশজুড়ে। উঠবে জাতীয় পতাকা।
‘মেয়ের খুনির শাস্তি হয়নি’ এই দাবি তুলে ৯ অগাস্ট নবান্ন অভিযানে ছিলেন সাবিনা ইায়সমিন। সাবিনা ইয়াসমিন বলছেন, ‘বাড়িতে মেয়ের স্বাধীনতা দিবসের চুলের ফিতে, তিন রঙা হাতের ব্যান্ড সব পড়ে আছে ঘরে। বাড়ি ঢুকলেই সেই সব দেখতে পাচ্ছি। মেয়ের স্মৃতি আরও বেশি করে মনে পড়ছে। চোখের জল ধরে রাখা কঠিন হচ্ছে। কান্না পাচ্ছে। কিছুতেই মন বুঝতে চাইছে না। আমি রাস্তাতেই থাকব। বাড়ি ঢুকে ওগুলো দেখতে পাচ্ছি না আর। রাত দখলের মধ্যেই বিচার আসুক’।
গত বছর রাত দখলের রাতেই নেমেছিল বিপদ। এক দল দুষ্কৃতি তান্ডব চালিয়েছিল রাতের আরজিকরে। ভেঙে গুড়িয়ে দিয়েছিল আরজিকরের এমার্জেন্সি রুম। এখন সেই গেট বন্ধ। বছর পেরিয়েছে সেই রুমগুলোর পরিবর্তন হয়নি। শুধু পরিবর্তন হয়েছে সময়ের।
ফের একবছর পরে নবান্ন অভিযান, কালীঘাট অভিযান, রাত দখলের রাত ঘুরে ঘুরে এসেছে। রাস্তায় লেখা প্রতিবাদের স্লোগান, ঘুরে ঘুরে এসেছে পরিচিত কিছু সেলেব মুখ। সাধারণ মানুষেরাও কেউ কেউ এসেছেন যারা আগের বছর নাগরিক সমাজের হয়ে নেমেছিলেন পথে। ‘ লাভ হয়নি কিছুই, তবুও পথ ছাড়ব না ‘ এমনই বলছে নাগরিক সমাজ।
Kolkata,West Bengal
August 14, 2025 11:32 PM IST