চুরির কিনারা করতে গিয়ে উদ্ধার ৪ লক্ষের সোনার গয়না

চুরির কিনারা করতে গিয়ে উদ্ধার ৪ লক্ষের সোনার গয়না

Last Updated:

উদ্ধার হল প্রায় চার লক্ষ টাকার সোনার গয়না। পুলিশের এই সাফল্য যথেষ্ট সাড়া ফেলেছে। আস্থা বেড়েছে মানুষের মনে

চার লক্ষের সোনার গয়না উদ্ধারচুরির কিনারা করতে গিয়ে উদ্ধার ৪ লক্ষের সোনার গয়না
চার লক্ষের সোনার গয়না উদ্ধার

অশোকনগর, উত্তর ২৪ পরগণা, জিয়াউল আলম: অশোকনগর থানা এলাকায় তিনটি পৃথক পৃথক চুরির ঘটনার কিনারা করল পুলিশ। উদ্ধার হল প্রায় চার লক্ষ টাকার সোনার গয়না। পুলিশের এই সাফল্য যথেষ্ট সাড়া ফেলেছে। আস্তা বেড়েছে মানুষের মনে।

চলতি বছরে দুটি বাড়িতে চুরি এবং একটি সোনার চেন ছিনতাইয়ের ঘটনা ঘটে। অভিযোগ দায়ের করা হয় অশোকনগর থানায়। অভিযোগের ভিত্তে তদন্তে নামে পুলিশ। তারা তাদের বিভিন্ন সোর্স কাজে লাগিয়ে এই বিষয়ে অনুসন্ধান চালাতে থাকে। তদন্তের একপর্যায়ে ফেলে সাফল। নদিয়া জেলার তাহেরপুরে অমিত বিশ্বাস নামে এক অভিযুক্তের খোঁজ পাওয়া যায়। বাহিনী পাঠিয়ে তাকে গ্রেফতার করে অশোকনগর থানা।পরবর্তীতে অমিত বিশ্বাসকে জেরা করে উঠে আসে আরও পাঁচ চোরের নাম।

আরও পড়ুন: ৩ মাস ধরে তৈরি করা ডাকাতির ছক শেষ মুহূর্তে ভেস্তে দিল পুলিশ

পরবর্তীতে দেগঙ্গা থানার কুছেমোড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় বছর ৩৭ এর নাজিমুল মণ্ডল এবং বছর ৩৫ এর আবেদ আলি মণ্ডলকে। নদিয়া জেলার তাহেরপুর থেকে গ্রেফতার করা হয় ৫০ বছরের সুফল ঘোষ নামে এক ব্যক্তিকে।অশোকনগর বালিশা এলাকার বাসিন্দা বছর ২৯ এর আশরাফুল মণ্ডলকেও গ্রেফতার করা হয়।পাশাপশি সঞ্জিত হাজরা নামে এক ব্যক্তিকে গোবরডাঙা রেল কলোনি থেকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: মশাদের দিন! কীভাবে সেলিব্রেট করা হল দেখুন

অভিযুক্তদের গ্রেফতারের পর বারাসত আদালতে তোলা হয়। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে ৬ জনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। আর তাতেই আসে সাফল্য। উত্তর উদ্ধার হয় চুরি যাওয়া সোনার গয়না। পুলিশের এই ভূমিকায় খুশি ক্ষতিগ্রস্তরা।

Scroll to Top