চীন থেকে দেওয়া সারজিস আলমের পোস্ট ভাইরাল

চীন থেকে দেওয়া সারজিস আলমের পোস্ট ভাইরাল

এশিয়ার অন্যতম উন্নত দেশ চীনে চার দিনের দলীয় সফরে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৮ নেতা। গত ২৬ আগস্ট দিবাগত রাত ১০টায় ঢাকা থেকে রওনা দেন তারা। ৩০ আগস্ট (শনিবার) দেশে ফেরার কথা রয়েছে তাদের।

চীন থেকে দেওয়া সারজিস আলমের পোস্ট ভাইরালচীন থেকে দেওয়া সারজিস আলমের পোস্ট ভাইরাল

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ।

সফরে বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে সাক্ষাতের কথা ছিল তাদের। সেইসঙ্গে এই সফরের মাধ্যমে দুই দেশের সরকার ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন ঘটবে বলে মনে করছে দলটি।

এনসিপির নেতারা জানান, চীন সফরকালে তারা একটি বিশ্ববিদ্যালয়, একটি গ্রাম ও শিল্পকারখানা পরিদর্শন করবেন। চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাদের। এনসিপির দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে, শুক্রবার (২৯ আগস্ট) চীন থেকে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে একটা পোস্ট দেন এনসিপি নেতা সারজিস আলম। যা রীতিমত ভাইরাল হয়েছে।

এদিন বেলা ১১টার দিকে দেওয়া ওই পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা চায়নাকে যতটা উন্নত ভাবি, অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে চায়না তার চেয়ে অনেক বেশি উন্নত’।

মাত্র এক ঘণ্টার ব্যবধানে তার এই পোস্টটিতে লাইক-কমেন্টের বন্যা বয়ে গেছে। ইতোমধ্যেই ৮৮ হাজার রিঅ্যাকশন ও ১০ হাজারের মতো কমেন্ট পড়েছে। আর শেয়ার হয়েছে ৭৮৬ বার।

‘দুই বাচ্চার মা’ বলে দেবের মন্তব্য, ক্ষেপলেন শুভশ্রী

বেশিরভাগই ইতিবাচক কমেন্টে ভরিয়ে দিচ্ছেন।

Scroll to Top