চীনে আকস্মিক বন্যায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আরও ৩৩ জন নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (৮ আগস্ট) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তর-পশ্চিম চীনের গানসু প্রদেশে আকস্মিক বন্যায় কমপক্ষে ১০ জন নিহত এবং ৩৩ জন নিখোঁজ রয়েছেন।
শুক্রবার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ৭ আগস্ট থেকে একটানা ভারী বর্ষণে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। বন্যায় ৮ আগস্ট বিকেল সাড়ে তিনটা পর্যন্ত (গ্রিনিচ মান সময় সাড়ে সাতটা) পর্যন্ত ১০ জন মারা গেছেন এবং ৩৩ জন নিখোঁজ রয়েছেন।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারের জন্য সর্বোচ্চ প্রচেষ্টাসহ সর্বাত্মক উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে সিসিটিভি।
এছাড়াও ঘন ঘন আবহাওয়ার পরিবর্তনের কারণে যেসব অঞ্চলে এ বিপর্যয় ঘটছে, সেসব অঞ্চলকে চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন তিনি।
সম্প্রতি চীনের উত্তর ও দক্ষিণে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে, যাকে আবহাওয়াবিদরা জলবায়ু পরিবর্তনের সাথে যুক্ত চরম আবহাওয়া বলে বর্ণনা করেছেন।
জুলাইয়ের শেষের দিক থেকে ভারী বৃষ্টিপাত এবং বন্যায় বেইজিংসহ উত্তর চীন জুড়ে কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে।