চিটাগং কিংসে নাম লেখালেন সাকিব | চ্যানেল আই অনলাইন

চিটাগং কিংসে নাম লেখালেন সাকিব | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল বদলালেন সাকিব আল হাসান। রংপুর রাইডার্স ছেড়ে টাইগার অলরাউন্ডার নাম লিখিয়েছেন চিটাগং কিংসে। সাকিব ও শরিফুল ইসলামকে সরাসরি চুক্তিতে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

আসন্ন মৌসুমে নতুনভাবে অংশ নিচ্ছে চট্টগ্রাম। ঘরোয়া ক্রিকেটের জমজমাট ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্রথম দুই আসরেও ছিল তারা। দীর্ঘ বিরতি কাটিয়ে বিপিএলের ১১তম আসরে ফিরছে।

GOVT

কোচ হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইটকে নিয়োগ দিয়েছে চট্টগ্রামের ফ্যাঞ্চাইজি। ড্রাফটের আগেই ৬ বিদেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি সেরেও চমক দেখিয়েছে তারা।

কিছুদিন আগে অবসরে যাওয়া ইংলিশ তারকা অলরাউন্ডার মঈন আলী চুক্তিবদ্ধ হয়েছেন। গত আসরে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন।

শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ ও বিনুরা ফের্নান্দোকে নিয়েছে তারা। পাকিস্তানের তিন ক্রিকেটার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হায়দার আলী, উসমান খান খেলবেন কিংসের হয়ে।

আগামীকাল সোমবার দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। তার আগে সরাসরি চুক্তিতেই দল গোছানোর কাজ অনেকটা সেরে ফেলল ফ্র্যাঞ্চাইজিটি।

Scroll to Top