ভূমি ও কৃষি সংস্কার কমিশন গঠন, বাগদা ফার্মের জমি প্রকৃত মালিকদের ফেরত দেয়া, হাট-ঘাটের ইজারাদারী প্রথা বাতিল সহ ৮ দফা দাবীতে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ৩টি সংগঠন। সমাবেশে সরকারকে চ্যালেঞ্জ করে বক্তরা বলেন, এই সরকার ১১ মাসে যা পারেনি, চাষা ভূষা, অশিক্ষিত,গরীবরা তা এক মাসে করে দেখাতে পারবে।
শনিবার (২৬ জুলাই) ঢাকার প্রেসক্লাবে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন, রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন ও সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি যৌথভাবে এ আয়োজন করে।
সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ নাসিরউদ্দিন বলেন, বাংলাদেশের ৬৪ শতাংশ মানুষ ভূমিহীন। সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা সারাজীবন কৃষি, কৃষক, ভূমিহীন, মেহনতি জনতার জন্য আন্দোলন করেছেন। কিন্তু উপদেষ্টা হবার পর তারা কৃষি, কৃষক, জেলে, সাঁওতাল, ভূমিহীনদের জন্য কোন উদ্যোগ নেন নাই।
সরকারকে চ্যালেঞ্জ করে নাসিরুদ্দিন বলেন, আপনারা যেটা ১১ মাসে পারেন নাই, আমরা চাষা ভূষা, অশিক্ষিত, গরীবরা সেটা এক মাসে করে দেখাতে পারবো।
রাষ্ট্র পরিচালনায় গরীব ভূমিহীন, কৃষক, জেলে, সাঁওতাল, সাধু-সন্ন্যাসী, দলিত, পাহাড়ী সহ সকল প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত সহ সমাবেশে উল্লেখিত ৮ দফা অবিলম্বে সরকারকে পালনের আহ্বান জানান তিনি।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম বলেন, ৭১ এর মতো, ৯০ এর মতো আবারো জনগণের রক্ত ঘামের উপর অর্জিত বিজয় এক দুইটি দল তাদের দলীয় স্বার্থে ব্যবহার করছে। ফলাফল হচ্ছে বিজয়টাই বেহাত হবার উপক্রম হচ্ছে। আবারো এখানে ফ্যাসিবাদ জেঁকে বসার উপক্রম হয়েছে। যারা জনগণের সাথে আবারো প্রতারণার ফন্দি করছেন, তাদের উপর ইতিহাসের লানত পড়বে। হাসিনার মতো তাদেরও একই পরিণতি বরণ করতে হবে।
হাসনাত কাইয়ুম সকল রাজনৈতিক দলকে বিচার, টেকসই সংস্কার ও নির্বাচনকে সামনে রেখে দায়িত্বশীল রাজনীতি করার আহ্বান জানান।
সমাবেশে সংহতি জানিয়ে আরো বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলার আব্দুস শুকুর মিয়া,বরিশালের সাইফুর রহমান, নোয়াখালীর সামছুদ্দিন রাকিব,চট্টগ্রাম জেলার সমীরণ বড়ুয়া, রাষ্ট্র সংস্কার শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ মিন্টু মিয়া, ঢাকা জেলার প্রধান সমন্বয়ক লিটন কবিরাজ, সংগঠক আনসার আলী দুলাল, নাহিদ হাসান নলেজ, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া সহ দেশের বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে আগামীকাল রবিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৮ দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি দেয়া হবে বলে জানানো হয়।