নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে আব্দুল ছাত্তার ভূঁইয়া ফাউন্ডেশন। রোববার দুপুরে শ্রীপুর পৌরসভার বৈরাগীচালা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজন করা হয় ফলদ গাছের চারা বিতরণ অনুষ্ঠান। এদিন এলাকার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় চার হাজার গাছের চারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি আব্দুস ছাত্তার। পরিবেশবান্ধব এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। তিনি বলেন, “গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক ধরনের সঞ্চয়। শিক্ষার্থীদের মাধ্যমে এই বার্তা ছড়িয়ে পড়বে ঘরে ঘরে।”
চারা বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির সরকার, সদস্যসচিব মো. বিল্লাল হোসেন ব্যাপারী, উপজেলা বিএনপির সদস্যসচিব খাইরুল কবির মণ্ডল আজাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ব্যাপারী এবং স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
আয়োজকরা জানান, পরিবেশবান্ধব সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শিক্ষার্থীরাও চারা পেয়ে আনন্দিত—তারা প্রতিজ্ঞা করে বলেন, “আমরা এই গাছ নিজের হাতে লাগাবো এবং যত্ন নেবো, যেন এটি বড় হয়ে একদিন ছায়া দেয়, ফল দেয়।”
এই আয়োজন যেমন শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে তুলেছে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের মাঝে সবুজ পৃথিবীর স্বপ্ন বুনে দিয়েছে।