আজ বৃহস্পতিবার সন্ধ্যায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) জুলাই-অক্টোবর মাসের বিদেশি ঋণ পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করে। চলতি অর্থবছরের প্রথম চার মাসের প্রতি মাসেই ঋণ ছাড়ের চেয়ে পরিশোধের পরিমাণ বেশি। এই চিত্র বিদেশি ঋণ ব্যবস্থাপনায় চাপ বাড়াচ্ছে। কারণ, কম অর্থ এসেছে, এর বিপরীতে বেশি অর্থ শোধ করতে হয়েছে।
ইআরডি সূত্রে জানা গেছে, গত জুলাই-অক্টোবর মাসে ঋণ হিসেবে পাওয়া গেছে ১০১ কোটি ১৩ লাখ ডলার। আর অনুদান হিসেবে পাওয়া গেছে ১৯ কোটি ৯ লাখ ডলার। অন্যদিকে একই সময়ে ৮৯ কোটি ৫৫ লাখ ডলার ঋণের আসল বাবদ এবং সুদ বাবদ ৫৪ কোটি ২৩ লাখ ডলার পরিশোধ করতে হয়েছে।