শনিবার (১২ জুলাই) চার বছর পূর্ণ করল বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ২০২১ সালের এই দিনে যাত্রা শুরু করা এই প্ল্যাটফর্ম এখন বাংলা ভাষাভাষী দর্শকের কাছে একটি পরিচিত ও নির্ভরযোগ্য নাম। চার বছরে দর্শকের চাহিদা ও বৈচিত্র্যের প্রতি নজর রেখে নিয়মিত কনটেন্ট প্রকাশ করে গড়ে তুলেছে বিশেষ একটি অবস্থান।
চরকি কর্তৃপক্ষ জানায়, প্ল্যাটফর্মে এখন পর্যন্ত কনটেন্ট দেখা হয়েছে ১০০ কোটিরও বেশি ঘণ্টা। নিবন্ধিত গ্রাহকের সংখ্যা ৩ কোটির বেশি। চার বছরে মোট ১০০টির বেশি অরিজিনাল কনটেন্ট মুক্তি পেয়েছে, যার মধ্যে রয়েছে সিনেমা, ওয়েব সিরিজ, ডকুফিল্ম, ফ্লিক, কমেডি ও ট্র্যাভেল শো।
চতুর্থ বর্ষপূর্তিতে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন,“আপনাদের আস্থার কারণেই আমরা আজ এই জায়গায়। দর্শক চরকিকে যে ভালোবাসা দিয়েছেন, সেটিই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।”
অরিজিনাল সিরিজ, মুভি, ফ্লিক, ট্র্যাভেল–কুকিং–কমেডি শো, বিদেশি কনটেন্ট নিয়মিতই মুক্তি দিচ্ছে চরকি। এর সঙ্গে যুক্ত হয়েছে কো–প্রোডিউসড সিনেমা। ওটিটি প্ল্যাটফর্ম হিসেবে চরকি দেশের সবচেয়ে বেশি সংখ্যক সিনেমা প্রযোজনার সঙ্গে যুক্ত হয়েছে যার সবই দর্শক নন্দিত। সেসব কাজে রয়েছে বিশ্ব জয়ের প্রয়াস। সুড়ঙ্গ, তুফান, দাগি, তাণ্ডব-সিনেমাগুলো তারই প্রমাণ।
শুধু জনপ্রিয় ঘরানার সিনেমাই নয়, বিভিন্ন ধরনের দর্শকদের কথা ভেবে, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণি বা ফ্যামিল অডিয়েন্স, যারা প্রেক্ষাগৃহে গল্প নির্ভর সিনেমা দেখতে পছন্দ করেন, তাদের জন্যও কাজ করেছে চরকি। ৩৬-২৪-৩৬, প্রিয় মালতী–এর মতো সিনেমা প্রযোজনাতেও যুক্ত হয়েছে প্ল্যাটফর্মটি।
দেশীয় দর্শকের পাশাপাশি চরকির কনটেন্ট পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতিও। প্রিয় মালতী সিনেমাটি প্রদর্শিত হয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায়। সিনেমাটি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার লাভ করে। অন্যদিকে, ২ষ সিরিজটি নির্বাচিত হয়েছে ফ্যানটাসিয়া, রেইনডেন্স, নিউসাটেল এবং সাউথ বাই সাউথ ওয়েস্ট-এর মতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে।
বাংলা ভাষার কনটেন্ট বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চরকি যেসব উদ্যোগ নিয়েছে, তার পেছনে রয়েছে নির্মাতা, শিল্পী, কলাকুশলী ও দর্শকদের সম্মিলিত প্রচেষ্টা। রেদওয়ান রনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন,“এই যাত্রা চলবে আরও বিস্তৃতভাবে। ১২ জুলাই রাত ১২টা ১ মিনিট থেকে বিশেষ অফার চালু হবে—সেটি জানতে চোখ রাখতে হবে চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে।”
চরকি জানিয়েছে, তাদের লক্ষ্য ৩৫ কোটি বাংলা ভাষাভাষী মানুষের কাছে মানসম্মত কনটেন্ট পৌঁছে দেওয়া এবং ভবিষ্যতে অন্য ভাষার দর্শকদের কাছেও বাংলা কনটেন্ট পরিচিত করে তোলা।