সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে ২৭ রানে জিতেছে বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্যে নেমে দ্বিতীয় ম্যাচে চার পরিবর্তন এনেছে টিম টাইগার্স। গত ম্যাচে সেঞ্চুরি করা পারভেজ হোসেন ইমনকে বসিয়ে একাদশে ফেরানো হয়েছে নাজমুল হোসেন শান্তকে।
শারজায় দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের কথা থাকলেও বাড়ানো হয়েছে আরও এক ম্যাচ। তিন টি-টুয়েন্টির সিরিজে দ্বিতীয়টিতে টসে হেরে আগে ব্যাট করবে লিটন কুমার দাসের দল।
প্রথম টি-টুয়েন্টির একাদশ থেকে চার পরিবর্তন এনেছে বাংলাদেশ। ইমনের পরিবর্তে আনা হয়েছে শান্তকে। আইপিএল খেলতে যাওয়ায় একাদশে নেই মোস্তাফিজুর রহমান। পরিবর্তে ফেরানো হয়েছে শরিফুল ইসলামকে। হাসান মাহমুদকে বিশ্রাম দিয়ে নেয়া হয়েছে নাহিদ রানাকে। শেখ মেহেদীকে বসিয়ে সুযোগ দেয়া হয়েছে রিশাদ হোসেনকে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, তানভীর ইসলাম ও নাহিদ রানা।