এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ভারত সফর মোটেও ভালো যায়নি বাংলাদেশের। টেস্টের পর টি-টুয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশড নাজমুল হোসেন শান্তবাহিনী। হতাশা নিয়ে রাতে দেশে ফিরছে টি-টুয়েন্টি দল। বিসিবি সূত্রে জানা গেছে, হায়দরাবাদ থেকে চার্টার্ড ফ্লাইটে দল ঢাকায় পৌঁছাবে রোববার রাত ১০টায়।
দেশে ফিরে বিপিএল নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন ক্রিকেটাররা। আগামীকাল সোমবার রাজধানীর একটি হোটেলে হবে প্লেয়ার্স ড্রাফট। ১১তম আসরের মাঠের লড়াই শুরু হবে ২৭ ডিসেম্বর।
বিপিএল ঘিরে অনেক নতুনত্বের ঘোষণা দিয়েছে আয়োজক কমিটি। এবারও অংশ নিচ্ছে সাত দল। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ডামোডালে পুরনো কয়েকটি ফ্র্যাঞ্চাইজি সরে গেছে বিপিএল থেকে। এসেছে নতুন প্রতিষ্ঠান।
শনিবার রাতে টি-টুয়েন্টি সিরিজের সবশেষ ম্যাচে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে খুনে ব্যাটিংয়ে রেকর্ডের পর রেকর্ড গড়ে বাংলাদেশকে বিধ্বস্ত করে ভারত। শেষ টি-টুয়েন্টিতে সফরকারীদের ১৩৩ রানে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় স্বাগতিক দল।