আগামী ৩১ আগস্ট চারদিনের সফরে চীন যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠেয় চীনা নেতৃত্বাধীন আঞ্চলিক ফোরাম ‘সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)’ শীর্ষ সম্মেলনে অংশ নেবেন প্রেসিডেন্ট পুতিন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ২ সেপ্টেম্বর পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। পরদিন ৩ সেপ্টেম্বর তিনি বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে আয়োজিত আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেবেন।
এর আগে, চলতি বছরের ৯ মে মস্কোতে আয়োজিত সামরিক কুচকাওয়াজে শি জিনপিং গণ্যমান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে ইউরোপে নাৎসি জার্মানির পরাজয়ের ৮০ বছর পূর্তি উদযাপন করা হয়।
পুতিন ও শি জিনপিং একে অপরকে প্রায়ই ‘প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করেন। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে তারা পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করেছেন।
চীন সেপ্টেম্বর মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ৮০ বছর উদযাপন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেপ্টেম্বরেই জাপান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছিল।
২০০১ সালে গঠিত এসসিও’র বর্তমান সদস্য সংখ্যা ১০। দেশগুলো হলো বেলারুশ, চীন, ভারত, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান ও উজবেকিস্তান। এই জোট আঞ্চলিক স্থিতিশীলতা ও সহযোগিতাকে সামনে রেখে কাজ করে যাচ্ছে।