চায়ের রাজধানী শ্রীমঙ্গলে বসন্ত উৎসব ও তারুণ্যের মেলা | চ্যানেল আই অনলাইন

চায়ের রাজধানী শ্রীমঙ্গলে বসন্ত উৎসব ও তারুণ্যের মেলা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

শ্রীমঙ্গ‌লে বসন্ত বরণ ও তারু‌ণ্যের মেলার বর্ণাঢ‌্য আ‌য়োজন করে‌ছে শ্রীমঙ্গল উপ‌জেলা প্রশাসন ও শ্রীমঙ্গল পৌরসভা।

আগ‌ামীকাল বৃহস্প‌তিবার ১৩ ফেব্রুয়া‌রি এ‌তে অংশ নি‌চ্ছে উপ‌জেলার প্রায় সকল সাংস্কৃ‌তিক ও সামা‌জিক সংগঠন।

বসন্ত যেন বারবার বাঙালির জীবনে ফিরে আসে হারানো অধিকার ফিরে পাওয়ার লড়াইয়ের অনুষঙ্গ হয়ে। তাই বাংলার বসন্ত কখনো উৎসবের, কখনো বিচ্ছেদের, কখনো বিষাদের, আবার কখনো সংগ্রামের। বসন্তকে এড়ানোর সাধ্য নেই কারো।

এবা‌রের ব‌্যতিক্রমী আ‌য়োজন প্রস‌ঙ্গে শ্রীমঙ্গল উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মো. ইসলাম উ‌দ্দিন জানান, সর্বস্ত‌রের মানু‌ষের অংশগ্রহ‌ণে এই উৎ‌স‌বের মূল থিম ফ‌ু‌লের মেলা! পু‌রো উৎসব প্রাঙ্গণ সে‌জে‌ছে ফু‌ল দি‌য়ে।

ই‌তোম‌ধ্যে শ্রীমঙ্গল জেলা প‌রিষদ মাঠে ফু‌লের মেলা ব‌সে গে‌ছে। বি‌ভিন্ন জা‌তের ফুল প্রদর্শনী, ফু‌লের চারা ও ফুল বি‌ক্রি করা হ‌বে দিনব‌্যাপী উৎস‌বে।

তি‌নি ব‌লেন, বসন্ত মানেই নতুন প্রাণের কলরব, তারু‌ণ্যের মেলায় বি‌শেষভা‌বে তরুণদের আমরা আহব্বান কর‌ছি এই বসন্ত বর‌ণে।

উৎসব নি‌য়ে আবৃ‌ত্তিকার ও সাংস্কৃ‌তিক সংগঠক দেবাশীষ চৌধুরী রাজা ব‌লেন, উপ‌জেলা ও পৌর প্রশাস‌নের উ‌দ্যো‌গে প্রথমবা‌রের ম‌তো এমন আ‌য়োজ‌নে সক‌লে একম‌ঞ্চে যুক্ত হ‌চ্ছেন এটা উৎসাহের।

এছাড়াও উৎসব মাঠ এমন নান্দ‌নিকভা‌বে সাজা‌নো হ‌য়ে‌ছে যে প্রতি‌টি কর্না‌র ছ‌বি তোলার জন‌্য অসাধারণ। ফ‌াগুয়ার আব‌হে তরুণ‌দের অংশ নি‌তেও আহব্বান জানান তি‌নি।

শ্রীমঙ্গ‌ল তারু‌ণ্যের মেলার মাঠে থাকছে বাংলাদেশ স্মার্ট ওমেন্স এসোসিয়েশনের পিঠার স্টল। উ‌দ্যোক্তা মিতালী দাশ ব‌লে‌ন, সবাই আসবেন হাসতে, খেতে, সাজতে, সাজাতে।

মেলায় ফু‌লের পসরা নি‌য়ে এ‌সে‌ছেন নার্সারী ব‌্যবসায়ী আল আ‌মিন ব‌লেন, ফু‌ল নি‌য়ে এমন মেলা দে‌খি‌নি। তার চাচা দুলাল মিয়াও ব‌লেন, ফুল নি‌য়ে আস‌তে পে‌রে আমা‌দের আনন্দ হ‌চ্ছে।

সব‌াই মি‌লে ঋতুরাজ বসন্তকে বরণ কর‌তে প্রস্তুত চা‌য়ের দেশ শ্রীমঙ্গল।

Agontuk_300x300_Dakhun_OnLine

Scroll to Top