এই খবরটি পডকাস্টে শুনুনঃ
শিলং থেকে: সাফ চ্যাম্পিয়নশিপের ২০০৩ আসরে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। মতিউর রহমান মুন্নারা সেবার সাফ ইতিহাসে লাল-সবুজের হয়ে একমাত্র শিরোপাটি জিতেছিল। এরপর এক দশকের বেশি সময় পার হলেও টিম ইন্ডিয়ার বিপক্ষে নেই কোন জয়। এবার ইংল্যান্ড প্রবাসী হামজা দেওয়ান চৌধুরীকে দলে পেয়ে জয়ের স্বপ্ন বুনছে বাংলাদেশ। চাপে থাকলেও দল শান্ত আছে, জানিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া।
;
এএফসি এশিয়ান কাপ ২০২৭-এর বাছাই ম্যাচে মঙ্গলবার স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় গড়াবে ম্যাচ।
ভারতের বিপক্ষে এপর্যন্ত ১৬ বারের দেখায় বাংলাদেশের জয় কেবল দুটিতে। জয়ের পাল্লা ভারি ভারতের দিকে। শিলংয়ে টিম হোটেলে সোমবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেও প্রতিবেশী দেশটিকে ‘বড় ভাই’ হিসেবে আখ্যা দিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া।
জামালের কাছে প্রশ্ন আসে ভারত ম্যাচের আগে চাপ অনুভব করছেন কিনা। বললেন, ‘আপনি যখন আপনার বড় ভাইয়ের সঙ্গে খেলেন, তখন তো আপনি সবসময়ই জিততে চান, তাই না? আমরাও জিততে চাই। এটাই আসলে আমার উত্তর। আমরা ভারতের বিপক্ষে ম্যাচটি জিততে চাই।’
‘আলাদা চাপ তো আছে। প্রতিটা ম্যাচেই চাপ থাকে। তবে এই ম্যাচের প্রতি আমাদের আলাদাভাবে নজর আছে। কারণ ম্যাচটি যে ভারতে বিপক্ষে। আপনারা জানেন, গত একবছরে কী হয়েছে না হয়েছে। আমরা চাপ অনুভব করছি, একই সময়ে শান্ত আছি।’
‘দলে হামজার অন্তর্ভুক্তি অবশ্যই একটি ইতিবাচক দিক। তবে দলের যারা লোকাল খেলোয়াড় আছে, হামজাকে পেয়ে তারাও বুস্টআপ হচ্ছে। দলের বর্তমান অবস্থা অনুযায়ী আমি মনে করি, আমরা ৩ পয়েন্ট পেতে পারি। যদি ড্র হয় ঠিক আছে। কিন্তু আমরা মানসিকভাবে ৩ পয়েন্টের জন্যই মাঠে নামবো। আপনি প্রতিটা খেলোয়াড়কে জিজ্ঞেস করতে পারেন, সবাই একই উত্তর দেবে। আমরা এখানে এসেছি কিসের জন্য? তিন পয়েন্টের জন্য।’