চানখারপুলে হত্যা: ট্রাইব্যুনালে ৮ পুলিশের বিরুদ্ধে অভিযোগ গঠন

চানখারপুলে হত্যা: ট্রাইব্যুনালে ৮ পুলিশের বিরুদ্ধে অভিযোগ গঠন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে গত ৫ আগস্ট চানখারপুলে গুলি করে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল।

আজ (১৪ জুলাই) সোমবার সকালে তাদের কারাগার থেকে প্রিজনভ্যানে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। চার আসামি হলেন- ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মো. সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল ইসলাম। এই মামলার প্রধান আসামি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ চারজন পলাতক রয়েছেন।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে গত বছরের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে গুলি করে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম (ফরমাল চার্জ) আনুষ্ঠানিক অভিযোগ গত ২৫ মে আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

Scroll to Top