আন্দোলনকারীরা ‘এক দুই তিন চার/চাকসু আমাদের অধিকার/রুখে দেওয়ার সাধ্য কার’; ‘৩৫ বছরের বঞ্চনা/ মানি না, মানব না’; ‘ডাকসু হলো, রাকসু হলো/চাকসু কেন থেমে গেল’— ইত্যাদি স্লোগান দেন। এ সময় বক্তারা বলেন, ‘৩৫ বছর ধরে চাকসু শুধু ভাতের হোটেল হিসেবে রয়েছে। আমরা চাই চাকসু শুধু খাবারের স্থান না হয়ে অধিকার আদায়ের কেন্দ্র হবে।’
কর্মসূচিতে খান তালাত মাহমুদ বলেন, ডাকসু, জাকসু, রাকসুর তফসিল হয়েছে, কিন্তু ৩৫ বছরেও চাকসুর তফসিল ঘোষণা হয়নি। চাকসু শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার। আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে তফসিল দিতে হবে, না হলে ক্যাম্পাস খুললে শিক্ষার্থীরা বড় আন্দোলনে নামবে।