চরকি অরিজিনাল সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’–এর ঘোষণাটাই এসেছিল ৪০০ কোটি টাকার রহস্যের কথা দিয়ে। তাই অনেকে ধারণা করছিলেন, দ্বিতীয় সিজনে হয়তো সেই ৪০০ কোটি টাকা কোথায় আছে, সেই রহস্যের জট খুলবে। এছাড়াও প্রথম সিজন থেকে অপরাধের যেসব পথ খুলে আসছিলেন স্বপন, এবার সেগুলো এক বিন্দুতে মিলবে কিনা, সে প্রশ্নও রয়েছে দর্শকদের মনে।
ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাচ্ছে ’মাইশেলফ অ্যালেন স্বপন ২’। চাঁদ রাতে গল্পটি জানা যাবে সাত পর্বে। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে রাত ১২টায় মুক্তি পাবে সিরিজটি।
;
এটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। নির্মাতা বলেন, ’স্বপন তার মতোই থাকছে নতুন সিজনে। তবে আমরা এবার সিরিজের স্কেল বড় করার চেষ্টা করেছি। কোনো জনপ্রিয় সিরিজের দ্বিতীয় সিজনে চরিত্রগুলোর জটিলতা, চরিত্রগুলো কীভাবে এগিয়েছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ। সেদিক দিয়ে সিরিজটি উতরে যাবে আশা করি। দ্বিতীয় সিজনে আরও অনেক কিছু যুক্ত হয়েছে।’
টুইস্ট আরও বাড়াতে সিরিজে যুক্ত হয়েছে নতুন ’বৈয়াম পাখি’ দিশা। চরিত্রটিতে অভিনয় করেছেন জেফার রহমান। এরইমধ্যে প্রকাশ পেয়েছে সিরিজটির গান, টিজার। ২৯ মার্চ রাতে প্রকাশ পেয়েছে সিরিজের ট্রেলার। এটি দেখে মনে হচ্ছে সিরিজটিতে বড় চাল চালতে পারে দিশা চরিত্রটি। কারণ ট্রেলারে তাকে বলতে শোনা যায়, ’ব্ল্যাক মানি, হোয়াইট মানি, এগুলো কোনো ব্যাপার না। মানি ইজ জাস্ট মানি।’
দিশার এমন কথা খুব পছন্দ হয় স্বপনের। দিশাকে সঙ্গে নিয়ে হয়তো আছে স্বপনের নতুন কিছু করার পরিকল্পনা। ট্রেলারে তেমন কিছুর ইঙ্গিত রয়েছে। একই সঙ্গে দিশাকে নিয়ে ’সুখের স্বপন’ও দেখতে থাকেন স্বপন। এরই মধ্যে ’বয়াম পাখি ২.০’ গানটি প্রকাশ পেয়েছে। যেখানে ’বয়াম পাখি’ হিসেবে দিশা চরিত্রকে ডাকতে চাইছেন স্বপন কিন্তু সে যে ’বৈয়াম পাখি’ নন, সেটিও স্পষ্ট জানিয়ে দিয়েছে দিশা চরিত্রটি। দুটি চরিত্র একে ওপরের উপর প্রভাব বিস্তারের এই চেষ্টা হয়তো দেখা যেতে যারে সিরিজেও।
এছাড়া শায়লা এবং মোমেনা চরিত্রটিও থাকবেন সমান্তরালে। কে কাকে বিপদে ফেলছে, কে কেমন অঙ্ক কষছে, তা জানা যাবে চাঁদ রাতে। ট্রেলারের একদম শেষে শায়লা চরিত্রের কণ্ঠে ’চরশো কোটির পঞ্চাশ কোটি আমারে দিবা’ এবং শুরুর দিকে মোমেনার কণ্ঠে, ’তোমাকে তো চিনে ফেলেছি যাদুর বাপ’ সংলাপ দুটি অনেক রকম সমীকরণের মধ্যে নিয়ে যেতে পারে দর্শকদের।
সিরিজে শায়লা চরিত্রে অভিনয় করেছেন রাফিয়াথ রশিদ মিথিলা। এ চরিত্রটির নানা রকম কনফিউশন দেখা গেছে প্রথম সিজনে। দ্বিতীয় সিজনে শায়লা চরিত্রটির ধারণা দিতে গিয়ে মিথিলা বলেন, ’এবার কিছু কনফিউশন বাড়তেও পারে আবার কিছু কনফিউশন ঠিকও হয়ে যেতে পারে।’ মিথিলার মতে, শায়লা চরিত্রের ব্যাপ্তী অনেকটা আগের মতোই। তবে সিরিজটি আগের চেয়ে অনেক মজাদার হয়েছে এবং গল্পে একটু পর পরই টুইস্ট থাকছে বলে জানিয়েছেন তিনি।
সেনসেশন কনডমস প্রেজেন্টস ’মাইশেলফ অ্যালেন স্বপন ২’–তে স্বপন চরিত্রটির পরিসর আরও বেড়েছে বলেই জানিয়েছিলেন অভিনেতা নাসির উদ্দিন খান। এবার তিনি আরও বড় দান মারার লক্ষ্য নিয়ে এগিয়ে যাবেন। এর জন্য তাকে নানা রকম বিপদেও পড়তে হবে। সেগুলো তিনি কীভাবে কাটিয়ে উঠবেন সেটাই দেখার পালা। আর স্বপনের দুষ্টুমি তো থাকছেই।
‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজটির প্রথম সিজন এত জনপ্রিয় হয় যে, ২০২৩–এ চরকিতে সিরিজটি মুক্তির পর আট দিনে দুই কোটি মিনিট স্ট্রিমিং হয়। এমনকী, মাত্র ১০০ ঘণ্টায় এক কোটি মিনিট স্ট্রিমিংয়ের রেকর্ড গড়ে ’অ্যালেন স্বপন’। প্রথম সিজনের রাফিয়াত রশিদ মিথিলা, সুমন আনোয়ার, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা অভিনয় করেছেন দ্বিতীয় সিজনে। নতুন চরিত্র হিসিবে যুক্ত হয়েছেন জেফার রহমান, সুমন বড়ুয়া।
২০২২ সালের ঈদুল আজহায় মুক্তি পায় আলোচিত চরকি অরিজিনাল সিরিজ ‘সিন্ডিকেট’। তারই চরিত্র ছিল অ্যালেন স্বপন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দেওয়া বেশ কিছু সংলাপ ও দারুণ অভিনয় দিয়ে চরিত্রটি পায় দর্শকপ্রিয়তা। ২০২৩ সালে মুক্তি পায় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’– এর প্রথম সিজন।