চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে মৃদু শৈত্যপ্রবাহের প্রভাবে হাড়কাঁপানো কনকনে শীতে অনেকটা স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাপন। গত তিন দিনে জেলায় সূর্যের আলোর দেখা মেলেনি। ঘন কুয়াশায় ঢেকে আছে পথঘাট ও নদ-নদী। সড়কে যানসহ সাধারণ মানুষের যাতায়াত অনেক কমে গেছে। শীতের সঙ্গে বইছে মৃদু বাতাস। ঠাণ্ডায় জবুথবু হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষ।
বিশেষ করে বৃদ্ধ ও শিশুরা বেশি কাবু হয়ে পড়েছে। শীতবস্ত্রের অভাবে অনেকে কষ্টে দিনাতিপাত করছেন। শীতবস্ত্র বা গরম কাপড়ের অভাবে প্রান্তিক জনপদে শীতার্ত মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।
স্থানীয় আবহাওয়া অফিস জানায়, চাঁদপুরে তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা জেলায় এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা।
অপরদিকে, এই তীব্র শীতকে মোকাবিলা করার মতো শীতবস্ত্র নেই অধিকাংশ হতদরিদ্র মানুষের ঘরে। সরকারি পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ৪৭ হাজার ৫৫০টি কম্বল ছাড়া কোনো শীতবস্ত্র আসেনি চাঁদপুরে। আর এই উপহারও চাহিদার তুলনায় খুবই কম। যা নিয়ে এরই মধ্যে টানাটানি শুরু হয়েছে।
চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পযর্বেক্ষক মো: সমছুল হক জানান, আরও দুই-এক দিন মৃদু শৈত্যপ্রবাহ চলতে পারে। এছাড়া শীতের প্রকোপ আরও বাড়তে পারে বলেও ধারণা করছেন তিনি।