জুমবাংলা ডেস্ক : চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর ইশানবালা খালের মুখে নোঙর করে রাখা সারবাহী একটি জাহাজ থেকে পাঁচ জনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। এ সময় আরও তিন জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে কারা তাদের হত্যা করেছে, তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে এমভি আল-বাখেরা নামের জাহাজ থেকে লাশগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান।
তিনি বলেন, ‘সোমবার বিকালে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বর থেকে আমাদের জানানো হয়েছিল, ওই জাহাজে ডাকাতরা হামলা করেছে। খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে জাহাজের পাঁচটি কক্ষে পাঁচ জনের লাশ পেয়েছি আমরা। আরও তিন জনকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। আট জনই জাহাজটিতে ছিলেন। ধারণা করছি, ঘুমন্ত অবস্থায় ওই পাঁচ জনকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে হত্যা করা হয়েছে।’
চাঁদপুর পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বর থেকে কল পাওয়ার পর ঘটনাস্থলে হাজির হয় পুলিশের একটি দল। সেইসঙ্গে নৌ পুলিশ ও কোস্টগার্ডও যায়। বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছেন চাঁদপুর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।’
চাঁদপুর কোস্টগার্ড স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাশহাদ উদ্দিন নাহিয়ান বলেন, ‘আমরা এখন পর্যন্ত পাঁচ জনের লাশ উদ্ধার করতে পেরেছি। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও তিন জনকে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়েছে কোস্টগার্ড ও পুলিশ।’