উত্তরবঙ্গগামী চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় তিনজকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো মানিকগঞ্জের মুহিত, শরিয়তপুরের সবুজ এবং ঢাকার শরীফ। তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।
এ সময় লুন্ঠিত হওয়া ৩ টি মোবাইল ফোন, ১ টি ছুরি ও ২৯ হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার ২১ ফেব্রুয়ারি রাতে সাভার এলাকা থেকে এই তিনজনকে গ্রেপ্তার করে টাঙ্গাইল জেলা পুলিশ।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করেন পুলিশ সুপার মিজানুর রহমান।
মো. মিজানুর রহমান বলেন, ডাকাতি ও শ্লীলতাহানি ঘটনায় গতকাল মামলা হওয়ার পরেই আমাদের টিম মাঠে কাজ করছে। গতকাল রাতে আমাদের একটি টিম সাভারে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান। ডাকাতির সময় শ্লীলতাহানির ঘটনা ঘটলেও ধর্ষণের কোন ঘটনা ঘটেনি বলে দাবি করেন পুলিশ সুপার।
এ বিষয়ে গতকাল সকালে ওমর আলী নামে এক বাস যাত্রী বাদি হয়ে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেন।