পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রাজশাহী কার্যালয় সূত্র জানায়, পদ্মার পানি গত মাসের শেষ দিকে বাড়তে শুরু করে। গত রোববার সকাল ৯টায় পানির উচ্চতা ছিল ১৭ দশমিক ১৩ মিটার। গত সোমবার সকাল ৯টায় ছিল ১৭ দশমিক ৩২ মিটার। গত মঙ্গলবার বেড়ে হয় ১৭ দশমিক ৪৩ মিটার। গত বুধবার তা বেড়ে হয় ১৭ দশমিক ৪৯ মিটার। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় পানির উচ্চতা ছিল একই পরিমাণ।
গতকাল বৃহস্পতিবার সকালে বিনোদপুর এলাকার বেতার মাঠে গিয়ে দেখা যায়, কয়েক শ গরু ঘাস খাচ্ছে। কিছু গরু শুয়ে আছে। গরুর সঙ্গে কিছু ভেড়া ও মহিষও দেখা গেল। কেউ গরু চরাচ্ছিলেন। আবার কেউ মাঠের পাশে বসে ঝিমাচ্ছিলেন। কথা বলে জানা গেল, তাঁরা চার দিন ধরে এই মাঠে রয়েছেন।
মিডিল চরের মো. জামাল বেশ কিছু গরু নিয়ে এসেছেন। তিনি বলেন, তাঁদের গরুগুলো চরে মুক্তভাবে চরে বেড়াত। পাঁচ দিন আগে পানি উঠে গেলে আর গরুগুলো রাখতে পারেননি। নিয়ে এসেছেন এখানে। তিনি আরও বলেন, এখানে থাকার কোনো জায়গা নেই। এই মাঠেই তাঁরা শুয়ে পড়েন গামছা বিছিয়ে। সারা রাত পালা করে জেগে থাকেন, গরুগুলো পাহারা দেন।