ঈদুল ফিতরে বড়পর্দায় আসতে চলেছে স্বনামধণ্য প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিনেমা ‘জ্বীন ৩’। ছবিটির মাধ্যমে দীর্ঘদিন পর জাজের সঙ্গে কাজ করছেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তার বিপরীতে আছেন জনপ্রিয় অভিনেতা সজল নূর।
এরইমধ্যে শুরু হয়ে গেছে ঈদে মুক্তিপ্রতিক্ষীত সিনেমাগুলোর প্রচারণা। পোস্টার, টিজার প্রকাশের মাধ্যমে সরগরম সামাজিক মাধ্যম। তবে সেসবের অধিকাংশ ক্ষেত্রেই দর্শক টানতে পুঁজি করা হয়েছে রক্তারক্তি, হানাহানি, হিংস্রতা। ভায়োলেন্সের এই ভিড়ে যেন দু-দণ্ড উৎসবের আমেজ ছড়াচ্ছে ‘জ্বীন ৩’ সিনেমার ‘কন্যা’ গানটি।
গতকালই মুক্তি পেয়েছে মিষ্টি এই গানটি। আর তাতে কণ্ঠ দিয়েছেন এ সময়ের জনপ্রিয় দুই শিল্পী দিলশাদ নাহার কনা ও ইমরান মাহমুদুল। এরইমধ্যে দর্শকের মুখে গানটির প্রশংসা শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুমানার প্রশংসা নিঃসন্দেহে ‘জ্বীন ৩’ টিমকে আলাদাভাবে উৎসাহিত করেছে।
এক সময়ের পর্দা কাঁপানো চিত্রনায়িকা রুমানা দীর্ঘদিন ক্যামেরা থেকে দূরে আছেন। তিনি এখন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন। তবে দেশের শোবিজের খোঁজ খবর রাখেন সেটা বোঝা যাচ্ছে তার এক স্ট্যাটাসে।
গেল রাত ৩টার দিকে এই অভিনেত্রী ‘জ¦ীন ৩’ ছবির ‘কন্যা’ গানের লিংক শেয়ার দিয়ে লিখেছেন, ‘জ¦ীন মুভির এই গানটি দেখে এবং শুনে আমার মনটা ভরে গেলো। আর কেমন যেন একটা আপন আপন অনুভব কাজ করলো। আসলে এই গানটিতে আমার ছোট্টবেলার দুই ঘনিষ্ট বন্ধু কাজ করেছে। একজন দিলশাদ নাহার কনা, আরেকজন সজল নূর। কনার গানের প্রশংসা নতুন করে করার কিছুই নেই। তবে এই গানটি শুনতে শুনতে হঠাৎ আমার মনে হচ্ছিলো যেন শ্রেয়া ঘোষাল গাইছেন! কনা দোস্ত, এই এই গানটি অসাধারন গেয়েছিস।’
এরপর সজল আর নুসরাত ফারিয়াকে নিয়ে রুমানা লেখেন, ‘সজলকে সব সময়ই একজন ভার্সেটাইল অভিনেতা মনে হয় আমার কাছে। যে কোন চরিত্র সে খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে পারে। সে সব সময়ই আমার প্রিয় অভিনেতা। এবার আসি বাকী দুজনের কথায় নুসরাত ফারিয়া আর ইমরান। ফারিয়া হচ্ছে আমার খুবই আদরের একটি ছোট বোন। সে দারুণ একজন পারফর্মার। যেমন ভালো অভিনয় করে, তেমনি ভালো নাচতে পারে। ইমরানের গান আমার খুব পছন্দ। ভালো গাওয়ার পাশাপাশি সে দারুণ সুর ও কম্পোজিশন করে। এই চার জনই আমার খুবই কাছের ও ভালোবাসার। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা।’
এই পোস্টের কমেন্ট বক্সে কনা, নুসরাত ফারিয়া এবং সজল রুমানার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন।
‘কন্যা’ গানে রঙের ছড়াছড়ি। লাস্যময়ী নুসরাত ফারিয়া অঙ্গে জড়িয়েছেন সিঁদুর লাল শাড়ি। অন্যদিকে সজল গায়ে চাপিয়েছেন সাদা পাঞ্জাবি ও চুনরি ওড়না। সঙ্গে রঙ বেরঙয়ের মুখোশ। সব মিলিয়ে পোস্টারজুড়ে উৎসবের আমেজ স্পষ্ট। লাল, হলুদ, সাদায় যেন সৌন্দর্যের ঝাঁপি খুলেছেন সজল-ফারিয়া জুটি। পাশাপাশি গোনের তালে নাচ আর দৃশ্যায়নে উৎসবের ছাপ আরও জাঁকজমক করে তুলেছে।
গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। কণ্ঠের পাশাপাশি ‘কন্যা’র সুর সংগীত ইমরানের। নান্দনিক পোশাকগুলো ডিজাইন করেছেন এ সময়ের আলোচিত ডিজাইনার সাফিয়া সাথী।
প্রসঙ্গত, কনা তার একক গানের ক্যরিয়ার শুরুর আগে ফোর এঞ্জেলস নামের একটি গার্ল ব্যান্ডে ছিলেন। যার তিনজন সদস্য পরবর্তীতে সফল তারকা হয়েছেন। কনা ছাড়া বাকী দুজন হলেন এই রুমানা আর নুসরাত ইমরোজ তিশা।