চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ: কাদের সিদ্দিকী | চ্যানেল আই অনলাইন

চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ: কাদের সিদ্দিকী | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম তাদের এই বিজয় হাজার বছর চিরস্থায়ী হবে কিন্তু এক বছরে তাদের এই বিজয় ধ্বংসের দিকে চলে যাবে এইটা আমরা আশা করি নাই।

বৃহস্পতিবার  (২৮ আগস্ট) টাঙ্গাইল শহরের নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে জরুরি সংবাদ সম্মেলনে আলোচনা কালে তিনি এসব কথা বলেন।

তিনি বড় ভাই লতিফ সিদ্দিকীকে আটক প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,  যে কোন গ্রেফতার দেখালে আমাদের কোন আপত্তি নাই, তারা মিথ্যাও দেখাতে পারে। কিন্ত গ্রেফতার না দেখিয়ে কোন কারণ না জানিয়ে একজন স্বাধীন নাগরিককে এক মিনিটের জন্যও কোথাও আটক করা যায় না।

তিনি আরো বলেন,  আমি দেশবাসী ও আন্তর্জাতিক ভাবে বলতে চাই, চব্বিশের আন্দোলন আমি দেশ স্বাধীন হওয়ার কাছাকাছি মনে করি। তাদের সমথর্ন করি আমি। এক বছরে তাদের এই বিজয় ধ্বংসের দিকে চলে যাবে এইটা আমরা আশা করি নাই, আর যদি বলা যায় আওয়ামী দোসর থেকে বর্তমান সরকারের দোসররা তো বড় স্বৈরাচার।

 

Scroll to Top