চবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জিয়া গ্রেফতার – DesheBideshe

চবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জিয়া গ্রেফতার – DesheBideshe

চবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জিয়া গ্রেফতার – DesheBideshe

মাগুরা, ২১ জুলাই – মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ হোসেন হত্যা মামলার এজহারভুক্ত আসামি জিয়াউল হক মৃধাকে (৪৫) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

রোববার (২০ জুলাই) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার যশোর উপশহর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জিয়াউল হক মৃধা মাগুরা পৌরসভার ভিটাসাইর এলাকার নজরুল মৃধার ছেলে। তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ হোসেন হত্যা মামলার ৫৬ নম্বর আসামি। পুলিশ তাকে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা মাগুরা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা জিয়াউল হক মৃধা নামের ওই আসামি মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ হোসেন হত্যা মামলার ৫৬ নম্বর আসামি।

তিনি বলেন, এই মামলা ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বী হত্যা মামলার আসামি হিসেবেও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি গত বছরের ৫ আগস্টের পরই আত্মগোপনে চলে যান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে যশোর উপশহর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকায় একটি ভাড়া বাসায় আত্মগোপনে ছিলেন। রোববার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২১ জুলাই ২০২৫



Scroll to Top