চবির নিখোঁজ ৫ শিক্ষার্থীর অবস্থান শনাক্ত, উদ্ধারে চলছে অভিযান | চ্যানেল আই অনলাইন

চবির নিখোঁজ ৫ শিক্ষার্থীর অবস্থান শনাক্ত, উদ্ধারে চলছে অভিযান | চ্যানেল আই অনলাইন

খাগড়াছড়িতে অস্ত্রের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীসহ অপহরণের ঘটনায় তাদের অবস্থান শনাক্ত করেছে সেনাবাহিনী। তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল বুধবার সকাল সাড়ে ৬টার দিকে খাগড়াছড়ি জেলা সদরের গিরিফুল এলাকা থেকে তাদের অপহরণের অভিযোগ ওঠে।

অপহৃত শিক্ষার্থীরা হলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের শিক্ষার্থী অলড্রিন ত্রিপুরা ও মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের রিশন চাকমা এবং শিক্ষার্থী লংঙি ম্রো। তারা সকলেই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

অপহরণের ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী আঞ্চলিক সংগঠন ইউনাইডেট পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)। তবে ইউপিডিএফ এ অভিযোগ অস্বীকার করেছে।

Scroll to Top