‘বাচনা অ্যায় হাসিনো’র মূল চরিত্রে ছিলেন রণবীর কাপুর। তরুণ ‘প্লে-বয়’-এর রোলে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলেছিলেন রণবীর। নায়কের তিন বান্ধবী ছিলেন মিনিশা লাম্বা, বিপাশা বসু এবং দীপিকা পাড়ুকোন। জীবনের বিভিন্ন ধাপে এই তিন নারীর সঙ্গে প্রেম করতে দেখা যায় রণবীরকে। তবে তিনজনের ভালোবাসাই যে সত্যি ছিল, পরে উপলব্ধি করতে পারেন নায়ক। সবার কাছে ক্ষমাও চেয়ে নেন রণবীর। ছবিটির চূড়ান্ত দৃশ্যে দীপিকার সঙ্গেই রণবীরের প্রেমের চূড়ান্ত রূপ দেখানো হয়। এই চলচ্চিত্রে রণবীরের চতুর্থ বান্ধবী হওয়ার কথা ছিল ক্যাটরিনার। যাঁকে মূল চিত্রনাট্য থেকে বাদ দেন পরিচালক।
![জন্মসনদে বয়স কমিয়ে লেখা জন্মসনদে বয়স কমিয়ে লেখা](https://imaginary.barta24.com/resize?width=700&quality=100&type=webp&path=uploads/news/2025/Feb/04/1738661593893.jpg)