চট্টগ্রাম-রাজশাহীতে ক্যাম্প করবে এইচপি দল | চ্যানেল আই অনলাইন

চট্টগ্রাম-রাজশাহীতে ক্যাম্প করবে এইচপি দল | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পাইপলাইনে থাকা ক্রিকেটারদের নিয়ে গঠিত হাই-পারফরম্যান্স ইউনিট (এইচপি) দল। তরুণ ক্রিকেটারদের নিয়ে চট্টগ্রাম ও রাজশাহীতে অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার বিবৃতিতে ২০২৫-২৬ মৌসুমের ২৮ সদস্যের এইচপি দল ঘোষণা করেছে বিসিবি। বৃহস্পতিবার স্কোয়াডে সুযোগ পাওয়া ক্রিকেটাররা মিরপুরে বিসিবি একাডেমিতে রিপোর্টিং করবেন। ১৩ থেকে ১৫ জুন পর্যন্ত স্ক্রিনিং টেস্ট হবে তাদের।

১৬ জুন ক্যাম্পের জন্য চট্টগ্রামে যাবেন ক্রিকেটাররা। সেখানে ১৭ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত প্রথম দফায় অনুশীলন ক্যাম্প হবে। ১৫ জুলাই রাজশাহীতে যাবে এইচপি দল। ১৬ ‍জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত দ্বিতীয় ক্যাম্প হবে রাজশাহীতে।

২৮ সদস্যের এইচপি স্কোয়াড
টপঅর্ডার ব্যাটার: মাহফিজুল ইসলাম রবিন, জিসান আলম, ইফতেখার ইফতি, আশিকুর রহমান শিবলি, হাবিবুর রহমান সোহান ও আইছ মোল্লা।
মিডলঅর্ডার ব্যাটার: আরিফুল ইসলাম, প্রিতম কুমার ও আহরার আমিন।
স্পিন অলরাউন্ডার: রাকিবুল হাসান, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি, আশরাফুল হাসান ও ওয়াসি সিদ্দিকী।
পেস অলরাউন্ডার: তোফায়েল আহমেদ, চৌধুরী রিজওয়ান, আহমেদ শরিফ ও আবদুল্লাহ আল মামুন।
স্পিনার: নাঈম আহমেদ, নুয়াহেল আহমেদ, স্বাধীন ইসলাম ও নাঈম হোসাইন সাকিব।
পেসার: রিপন মণ্ডল, মারুফ মৃধা, মেহেদী হাসান, শফিকুল ইসলাম, আসাদুজ্জামান পায়েল ও আব্দুল গাফ্ফার।

Scroll to Top