এই খবরটি পডকাস্টে শুনুনঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ এবং যুবলীগের হামলা ও শিক্ষার্থীদের আহতের প্রতিবাদে ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
সোমবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের জিয়ামোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে যেয়ে ছাত্র সমাবেশে মিলিত হয়।

এসময় ইবি সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক তানভীর মন্ডল, ইয়াশিরুল কবীর সৌরভ, সায়েম আহমেদসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এতে শিক্ষার্থীরা ‘আমাদের সংগ্রাম, চলছে চলবে; আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ; একশন একশন, ডাইরেক্ট একশন; আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান; ছাত্রলীগের দালালেরা হুঁশিয়ার সাবধান; স্বৈরাচারের দোসরেরা হুঁশিয়ার সাবধান; চবিতে হামলা কেন, প্রশাসন জবাব চাই; আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধ করো করতে হবে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

সমাবেশে বক্তারা বলেন, আনসার, আইনজীবীসহ বিভিন্ন উপায়ে আমাদের বিপ্লবকে ভিন্ন খাতে প্রভাবিত করার অপচেষ্টা করা হয়েছে। আওয়ামী লীগের দালাল রাষ্ট্রপতি চুপ্পু আমাদের বিপ্লবকে বিতর্কিত করার চেষ্টা করছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার একটি ভুল করে অবৈধ রাষ্ট্রপতির হাতে শপথ গ্রহণ করেছে। এ সরকারকে অবৈধ সরকার হিসেবে আখ্যা দেয়ার একটি ষড়যন্ত্র চলছে। অবৈধ রাষ্ট্রপতিকে অনতিবিলম্বে তার পদ থেকে বিতাড়িত করতে হবে। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ছাত্রলীগ সংগঠিত হওয়ার চেষ্টা করছে, শিক্ষার্থীদের উপর হামলা করেছে। এই সন্ত্রাসী সংগঠনকেও বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ করতে হবে।