পদত্যাগ না করলে নিজেদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে রাসেল আহমেদ বলেন, ‘যদি একদিনের মধ্যে আপানারা পদত্যাগ না করেন তাহলে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘেরাও করব। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় অবরুদ্ধ করে রাখব।’
হলে ফেরা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের এই সমন্বয়ক বলেন, ‘পদত্যাগের পর নতুন উপাচার্য ও প্রক্টরিয়াল বডি নিয়োগ হলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা আসন বরাদ্দের মাধ্যমে হলে উঠবেন। এর আগে আমরা হলে উঠব না। আমি আবারও বলছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সহিংসতার পরেও প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে। হল থেকে সব শিক্ষার্থীকে বের করে দিয়ে ছাত্রলীগকে আশ্রয় দেয়।’