সরেজমিনে দেখা যায়, অর্ধশতাধিক ছাত্র-জনতা প্রেসক্লাবের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। তাঁদের সামনে ছিল একটি গুটিয়ে রাখা ব্যানার। সেটি সামনে রেখে প্রতীকী কর্মসূচি পালন করেন ছাত্ররা। এ সময় সড়কের এক পাশে যান চলাচল সাময়িক বন্ধ ছিল। পুলিশের একটি দলও সেখানে উপস্থিত ছিল।
বক্তারা বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই। পালিয়ে যাওয়ার পরও তারা ভারতে বসে ছাত্রদের ওপর গুম, খুন, হামলার নির্দেশ দিচ্ছে। ছাত্রদের ওপর হাতিয়া ও গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। ভারতে বসে এ দেশকে অশান্ত করার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারকে তাদের অবস্থান সম্পর্কে স্পষ্ট করতে হবে।