আজ (১৭ সেপ্টেম্বর) ২০ ওভারের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল এশিয়ান গেমস স্কোয়াড বনাম বাংলাদেশ টাইগার্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মাঠে এশিয়ান গেমস স্কোয়াড জয় তুলে নিয়েছে। প্রথমে ব্যাট করতে নামা এশিয়ান স্কোয়াডের ১৬৭ রানের জবাবে ১৪৭ রানেই থেমে যায় টাইগার্সের ইনিংস। ফলে ২০ রানের জয় পেয়েছে এশিয়ান গেমস স্কোয়াড।
বাংলাদেশ টাইগার্স টস জিতে এশিয়ান গেমস স্কোয়াড’কে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৭ রান তোলে এশিয়ান স্কোয়াড। ১৬৭ রানের সংগ্রহে লেগ স্পিনার রিশাদ হাসানের ঝড়ো ইনিংস ছিল সবচেয়ে কার্যকরী এবং ব্যক্তিগতভাবে সর্বোচ্চ। রিশাদ ১২ বল খেলে ৪ টি ছক্কার মাধ্যমে ৩৩ রান সংগ্রহ করে। এছাড়া জাকির হাসান ২৩ বলে ৩২ রান, ইয়াসির আলী চৌধুরী ২৩ বলে ২৯ রান করে অপরাজিত ছিলেন। শাহাদাত হোসেন দিপু করেছেন ২১ বলে ২২ রান।
বাংলাদেশ টাইগার্স বোলারদের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন পেসার এনামুল হক। সৌম্য সরকার পেয়েছেন ২ টি উইকেট।
১৬৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামা বাংলাদেশ টাইগার্সের শুরুটা ভালো হয়নি। আসন্ন নিউজিল্যান্ড সিরিজে ডাক পাওয়া সৌম্য সরকার গোল্ডেন ডাকের শিকার হয়েছেন, কোনো রান না করেই তাকে ফিরতে হয়েছে। মুমিনুল হকের ব্যাটও এদিন হাসেনি, ৮ রান করেছেন মাত্র।
তবে কিউই সিরিজে ডাক পাওয়া উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান ছিলেন উজ্জ্বল, সাথে ইরফান শুক্কুর। সোহান ৩৮ বলে ৪৮ রানের ইনিংস খেলেন, বিপরীতে ইরফান খেলেছেন ৩৭ বলে ৪৫ রানের ইনিংস। বাকিরা আর তেমন কিছু করতে পারেননি। ফলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রানে থেমে যায় টাইগার্সের ইনিংস।
এশিয়ান গেমস স্কোয়াডের পক্ষে রিপন মণ্ডল সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন। এছাড়া সুমন খান ও তানভীর ইসলাম ২ টি করে উইকেট নিয়েছেন।