ঘুমের মধ্যেই নেমে এল চরম দুর্ভোগ! প্রবল বৃষ্টির ভোরে কড়া নাড়ল যমরাজ

ঘুমের মধ্যেই নেমে এল চরম দুর্ভোগ! প্রবল বৃষ্টির ভোরে কড়া নাড়ল যমরাজ

Last Updated:

অতি বৃষ্টির জেরে দেওয়াল ধসে চাপা পড়লেন মা ও মেয়ে। মারা গেলেন আদিবাসী মহিলা।

বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে মহিলার মৃত্যু (প্রতীকী ছবি) ঘুমের মধ্যেই নেমে এল চরম দুর্ভোগ! প্রবল বৃষ্টির ভোরে কড়া নাড়ল যমরাজ
বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে মহিলার মৃত্যু (প্রতীকী ছবি)

 রামপুরহাট, বীরভূম, অক্ষয় ধীবরঃ অতি বৃষ্টির জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে অসহায়তার ছাপ। শহর থেকে গ্রাম জলমগ্ন অবস্থায় রয়েছে। মাঠে জল জমে নষ্ট হচ্ছে ফসল। ব্যাহত কৃষিকাজ। ঘরে-বাইরে জল থইথই করছে। ছড়াচ্ছে দুর্গন্ধ। বাড়ছে মশা, রোগভোগের উপদ্রপ। এরই মাঝে বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক আদিবাসী মহিলার। প্রবল বৃষ্টির জেরে দেওয়াল ধসে মারা গিয়েছেন ওই মহিলা।

Scroll to Top