ঘাটাল মাস্টারপ্ল্যান শেষ হবে কবে? জানিয়ে দিলেন মমতা! রাজ্যে বন্যা পরিস্থিতির মধ্যে তাঁর একগুচ্ছ নির্দেশ!

ঘাটাল মাস্টারপ্ল্যান শেষ হবে কবে? জানিয়ে দিলেন মমতা! রাজ্যে বন্যা পরিস্থিতির মধ্যে তাঁর একগুচ্ছ নির্দেশ!

মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ পুরোদমে চলছে এবং তিনি আশা করছেন, আগামী দু’বছরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। ফলে ওই অঞ্চলের মানুষ ভবিষ্যতে জলবন্দি অবস্থার সম্মুখীন হবেন না। মমতার কথায়,”ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ চলছে। আমি আশা করছি, আগামী দু’বছরের মধ্যে এটা পুরোপুরি শেষ হয়ে যাবে। তাহলেই ওই অঞ্চলের মানুষদের বারবার জলে ডুবে থাকার দুর্ভোগ কমবে।”

ঘাটাল মাস্টারপ্ল্যান শেষ হবে কবে? জানিয়ে দিলেন মমতা! রাজ্যে বন্যা পরিস্থিতির মধ্যে তাঁর একগুচ্ছ নির্দেশ!

মুখ্যমন্ত্রী জানান, জল জমা রুখতে পুলিশকে এলাকা অনুযায়ী ডেভেলপমেন্ট প্ল্যান তৈরি করতে বলা হচ্ছে। উত্তরবঙ্গেও কোথায় কতক্ষণে জল জমে তা নজরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে।

CS (চিফ সেক্রেটারি)-কে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, বন্যা কবলিত প্রত্যেক জেলায় তিনজন করে প্রিন্সিপাল সেক্রেটারি বা সচিব আগামী সাতদিন পাঠানো হোক, যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হয়।

ক্ষতিগ্রস্ত কৃষকদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আপনারা চিন্তা করবেন না, জমি জলের তলায় গেলেও আপনারা বিমার টাকা পাবেন।’’ ধান উৎপাদনে বাংলার সাফল্য তুলে ধরেন এবং জানান, এর জন্য রাজ্য সরকার প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করে। তিনি স্পষ্ট জানান, গ্রামীণ রাস্তা দিয়ে ভারী গাড়ি প্রবেশ যেন না হয়। স্থানীয় স্তরের স্বার্থে কেউ যদি রাস্তা ব্যবহার করে, তবে পঞ্চায়েত দফতরকে বিষয়টি কড়া হাতে দেখতে হবে।

✅ DVC-র বিরুদ্ধে ক্ষোভ, জল ছাড়ার সময়ে নজরদারির অভাব

বক্তব্যে বারবার মুখ্যমন্ত্রী DVC (দামোদর ভ্যালি কর্পোরেশন)-এর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন,
‘‘১৮ জুন থেকে আজ পর্যন্ত প্রায় ২৭ হাজার লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে, কোনও আলোচনা ছাড়াই। জল ছেড়ে দিয়ে নিজেদের বাঁচাচ্ছে, বাংলার মানুষ জলবন্দি হয়ে মরছে।’’

✅ জল সমস্যার সমাধানে জনপ্রতিনিধিদের সমন্বয়ের বার্তা

তিনি বলেন, ‘‘২১ জুলাই পর্যন্ত মন্ত্রীরা কাজ নিয়ে ব্যস্ত থাকলেও, সেই সময়ের মধ্যেও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে সমন্বয় করে কাজ করতে হবে। কে বেশি পেল, কে কম—এই মনোভাব রাখলে চলবে না। সবাই মিলে কাজ করতে হবে।’’

✅ ফরেস্ট ডিপার্টমেন্টকে গাছ লাগানোর বার্তা

পাশাপাশি মুখ্যমন্ত্রী ফরেস্ট ডিপার্টমেন্টকে নির্দেশ দেন, এই সময়ে জল নেমে যাওয়ার পরে উপযুক্ত জায়গাগুলোতে ব্যাপকভাবে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হোক।

✅ কেন্দ্রকে কটাক্ষ

‘‘আসাম পেল, বাংলা পেল না। জল ঢেলে দিয়ে বাংলা যেন দায় মুক্ত! ভোটের সময় সব হয়, জনসেবার সময় কিছু নয়।’’ — কেন্দ্রের ভূমিকা নিয়ে এমনই ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

বাংলা খবর/ খবর/কলকাতা/

ঘাটাল মাস্টারপ্ল্যান শেষ হবে কবে? জানিয়ে দিলেন মমতা! রাজ্যে বন্যা পরিস্থিতির মধ্যে তাঁর একগুচ্ছ নির্দেশ!

Scroll to Top