ঘরের মাঠে ‘শেষ’ ম্যাচের আগে যে বার্তা দিলেন মেসি | চ্যানেল আই অনলাইন

ঘরের মাঠে ‘শেষ’ ম্যাচের আগে যে বার্তা দিলেন মেসি | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষলগ্নে ঘোরাফেরা করছেন লিওনেল মেসি। আলোচনা আছে ২০২৬ বিশ্বকাপ খেলে আর্জেন্টিনা জার্সিকে বিদায় বলে দেবেন ৩৮ বর্ষী মহাতারকা। ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচটি তাই কিংবদন্তির জন্য বেশ গুরুত্বপূর্ণ।

৫ সেপ্টেম্বর আর্জেন্টিনার মনুমেন্টালে ভেনেজুয়েলার মুখোমুখি হবে মেসির দল। বিশ্বকাপে উড়াল দেয়ার আগে ঘরের দর্শকদের বিদায় বলতে গুরুত্বপূর্ণ ম্যাচ কিংবদন্তির জন্য। আলোচনা আছে, আর্জেন্টিনা একটি প্রীতি ম্যাচও আয়োজন করতে পারে মেসির বিদায় ঘিরে। কিংবা বিশ্বকাপের আগেও প্রীতি ম্যাচ খেলতে পারে, সেটা এখনও ঠিক হয়নি। আপাতত ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনা জার্সিতে হতে পারে ঘরের মাঠে মেসির শেষ প্রতিদ্বন্দ্বিতামূলক প্রদর্শনী।

ভেনেজুয়েলা ম্যাচের পর কদিন বিরতি দিয়ে মেসিরা নামবেন ইকুয়েডরের মাঠে। এরপর আর্জেন্টিনা জাতীয় দলের সূচিতে পরবর্তী প্রতিযোগিতামূলক ম্যাচ রয়েছে ২০২৬ সালের মার্চে। স্পেনের বিপক্ষে ‘ফিনালিস্সিমা’। ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। এরপরই যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হতে চলা ২০২৬ বিশ্বকাপ খেলতে উড়াল দেবে আর্জেন্টিনা।

আভাস দিয়ে মেসিও জানালেন ভেনেজুয়েলা ম্যাচটা তার জন্য বিশেষ, ‘এটা আমার জন্য বিশেষ ম্যাচ হতে চলেছে। জানি না এরপর আর্জেন্টিনার মাটিতে আর কোন প্রীতি ম্যাচ হবে কিনা। তাই ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে আমার স্ত্রী, পরিবার, ভাই, বাবা-মা সবাই উপস্থিত থাকবে।’

লাতিন আমেরিকা অঞ্চল থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপের টিকিট পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাছাইপর্বের শেষ দুই ম্যাচ তাই সাদামাটা লিওনেল স্কালোনির দলের কাছে। এই দুই ম্যাচের স্কোয়াডেও আছেন মেসি।

Scroll to Top