এই খবরটি পডকাস্টে শুনুনঃ
প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ডার্বিতে সিটিকে হারিয়েছিল ইউনাইটেড। এরপরই ছন্দপতন, কারাবাও কাপে টটেনহ্যামের কাছে হেরে যায় তারা। এবার প্রিমিয়ার লিগে বোর্নমাউথের কাছেও হারল রুবেন আমোরিমের দল।
ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ৩-০ গোলে বড় পরাজয় দেখেছে ইউনাইটেড। সফরকারীদের হয়ে গোল করেন ডিন হুইজসেন, জাস্টিন ক্লুইভার্ট ও অ্যান্টোনি সেমেনিও। ইউনাইটেডকে হারিয়ে ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এসেছে বোর্নমাউথ। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে নেমেছে ইউনাইটেড।
ম্যানচেস্টারের মাঠে প্রথমার্ধে লিড পায় বোর্নমাউথ। ২৯ মিনিটে সফরকারীদের এগিয়ে নেন হুইজসেন। দ্বিতীয়ার্ধে দুটি গোল করে দলটি। ৬১ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন জাস্টিন ক্লুইভার্ট। মিনিট দুয়েক পর তৃতীয় গোলটি করেন অ্যান্টোনি সেমেনিও। ব্যবধান ধরে রেখে স্বাগতিকদের হারায় অতিথিরা।
অন্য ম্যাচে, এভারটনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে চেলসি। শীর্ষে ওঠা হল না ব্লুজদের। ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে তারা। দুই ম্যাচ কম খেলে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্সেনাল। এভারটন ১৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫ নম্বরে।