Last Updated:
Crocodile in Kulpi- অবশেষে জালে ধরা পড়ল কুলপির কুমির। দুপুর ১ টা নাগাদ কুমিরটিকে জালবন্দি করতে পেরেছে বনদফতরের কর্মীরা। এই কুমিরটিকে নিয়ে আতঙ্কে ছিলেন গ্রামবাসীরা।

ধরা হয়েছে কুমিরটিকে
কুলপি: অবশেষে জালে ধরা পড়ল কুলপির কুমির। দুপুর ১টা নাগাদ কুমিরটিকে জালবন্দি করতে পেরেছে বনদফতরের কর্মীরা। এই কুমিরটিকে নিয়ে আতঙ্কে ছিলেন গ্রামবাসীরা।
কুলপি থানা এলাকার রামকিশোরপুর গ্রাম পঞ্চায়েতের কাছে গৌতম হালদারের পুকুরে কুমিরটিকে দেখা যায়। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। উল্লেখ্য এই ঘটনার কয়েক সপ্তাহ আগেই কুলপিতে কুমির দেখা গিয়েছিল। এর পর আবারও এলাকার বাসিন্দারা কুমির দেখতে পায়। আর যার ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এই ঘটনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বনবিভাগকে যথাযথভাবে অবহিত করে প্রশাসন। এরপর বনবিভাগের কর্মীরা এসে কুমিরটিকে ধরার চেষ্টা চালায়। গতকাল রাত থেকেই শুরু হয় কুমির ধরার কাজ।
বর্তমানে কুমিরটির স্বাস্থ্য পরীক্ষার পর নিয়ে গিয়েছে বনফতরের কর্মীরা। এলাকায় কুমির আসার খবর শুনেই প্রচুর মানুষজন পুকুরপাড়ে ভিড় করেছিলেন। কুমির ধরা পড়ায় স্থানীয়রা হাঁফ ছেড়ে বেঁচেছেন।
নদীতে জলের স্তর বেড়ে যাওয়ায় এই ঘটনা ঘটছে। তবে বারবার এলাকায় কুমির আসায় যথেষ্ট আতঙ্কিত স্থানীয়রা। যদিও প্রশাসন এমন ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিচ্ছে।
নবাব মল্লিক
Kolkata,West Bengal
July 30, 2025 5:25 PM IST