ঘটনার দিনই অন্য শাখায় বদলি হয়েছিলেন রোজিনার মামলার বাদী

সরকারি নথি সরানোর অভিযোগে প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী ডা. মো. শিব্বির আহমেদ ওসমানী ঘটনার দিনই অন্য শাখায় বদলি হয়েছিলেন।

সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ কথা জানানো হয়। মঙ্গলবার যা গণমাধ্যমের কাছে আসে।

বিজ্ঞাপন

আদেশে মন্ত্রণালয়ের উপসচিব শারমিন আক্তার জাহানের সাক্ষর রয়েছে। সেখানে বলা হয়েছে
জনস্বাস্থ্য-১ অধিশাখায় কর্মরত ছিলেন ডা. মো. শিব্বির আহমেদ ওসমানী। অফিস আদেশে তাকে
জনস্বাস্থ্য-২ অধিশাখায় যুক্ত করা হয়।

পেশাগত দায়িত্ব পালনের জন্য সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টার বেশি আটকে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।

রাত সাড়ে আটটার দিকে পুলিশ তাকে শাহবাগ থানায় নিয়ে যায়।

মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডাঃ মােঃ শিব্বির আহমেদ ওসমানী শাহবাগ থানায় তার বিরুদ্ধে মন্ত্রণালয়ের পক্ষে অভিযোগ দায়ের করেন। পরে তার অভিযোগটি মামলা আকারে রুজু করে পুলিশ। পরে পুলিশ জানায়, তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

বিজ্ঞাপন

Scroll to Top