সময়ের কণ্ঠস্বর, ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের রাজধানীর রায়েরবাজারের বাসার গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কোম্পানি। ৩০ মাসের বিল বকেয়া থাকায় সোমবার তাঁর বাসায় অভিযান চালায় তিতাস।
তিতাস বলছে, গয়েশ্বরের রায়েরবাজারের শেরেবাংলা সড়কের বাসায় সাতটি ডাবল বার্নার চুলার অনুমোদন রয়েছে। তিনি ২০২০ সালের জানুয়ারি মাসের পর থেকে আর কোনো বিল জমা দেননি। চলতি বছরের জুলাই পর্যন্ত গত ৩০ মাসে গ্যাসে মোট বকেয়া বিল দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ৩৬৮ টাকা। বকেয়া শোধ না করায় তাঁর বাসার লাইন বিচ্ছিন্ন করা হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে তিতাস এ তথ্য জানিয়েছে। সোমবার কোম্পানিটির মেট্রো ঢাকা বিপণন ও রাজস্ব বিভাগ-৫-এর অধিভুক্ত এলাকায় বকেয়া আদায় এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণসংক্রান্ত বিশেষ অভিযানে ৩০টি টিম অংশ নেয়। এ সময় মোট ১৩৩টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তাৎক্ষণিকভাবে ২৬ লাখ ৯৭ হাজার টাকা বকেয়া আদায় করা হয়েছে।
এ ব্যাপারে জানতে গয়েশ্বর চন্দ্র রায়ের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তাঁকে পাওয়া যায়নি।