গ্রেপ্তারি পরোয়ানা তথ্য ফাঁসে জড়িতদের শাস্তির মুখোমুখি করা হবে: চিফ প্রসিকিউটর | চ্যানেল আই অনলাইন

গ্রেপ্তারি পরোয়ানা তথ্য ফাঁসে জড়িতদের শাস্তির মুখোমুখি করা হবে: চিফ প্রসিকিউটর | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মানবতাবিরোধী অপরাধের মামলার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির তথ্য ফাঁসের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

গ্রেপ্তারি পরোয়ানা জারির তথ্য ফাঁস প্রসঙ্গে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্র‍্যাইব্যুনাল প্রাঙ্গণে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

;

এসময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক যে এখানে কোনো না কোনো জায়গা থেকে এটা ফাঁস হচ্ছে। এটা আমরা খুব উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে সম্ভবত এই ট্রাইব্যুনালের সঙ্গে সম্পৃক্ত কোনো একটা মহল এর সঙ্গে জড়িত বা প্রসিকিউশনের মধ্যে, অফিসেও থাকতে পারে। আমরা বিষয়টাকে গভীরভাবে উদ্বেগের সঙ্গে বিশ্লেষণ করছি এবং তথ্য–প্রমাণ সংগ্রহ করছি। যদি আমরা প্রমাণ পাই যে প্রসিকিউশন অফিসের কেউ, প্রসিকিউশন টিমের সদস্য কেউ, অথবা ট্রাইব্যুনালের কোনো কর্মকর্তা-কর্মচারী; যারাই হোক, যারা এ ধরনের তথ্য ফাঁসের সঙ্গে জড়িত হবে, তাদের আইনের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করা হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা এটা খুব সিরিয়াসলি নিয়েছি এবং উদ্বেগের সঙ্গেই এটা নিয়েছি। এটাকে নিচ্ছিদ্র করার জন্য প্রয়োজনীয় তদন্তকাজ চালাচ্ছি। আমরা এটার জন্য দায়ী যাকে পাব, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’

Scroll to Top