অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ ছেলেদের হকিতে টানা তিন জয় পেয়েছিল বাংলাদেশ। চতুর্থ ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল মোহাম্মদ আবদুল্লাহদের। পাকিস্তানের বিপক্ষে হেরে সুযোগ হাতছাড়া হয়েছে। শেষ ম্যাচে ৬-৩ ব্যবধানে হেরেছেন লাল-সবুজের প্রতিনিধিরা।
চীনের দাজহুতে আওয়ান আবদুল্লাহর গোলে প্রথম কোয়ার্টারে এগিয়ে যায় পাকিস্তান। কোয়ার্টারে মোহাম্মদ হোসেনের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে দুই গোল দিয়ে আবারও এগিয়ে যায় পাকিস্তান। এবার মোহাম্মদ দ্বীন ইসলাম ও মোহাম্মদ হোসেনের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। স্কোরলাইন দাঁড়ায় ৩-৩ গোলে।
তৃতীয় এবং চতুর্থ কোয়ার্টার শুধুই পাকিস্তানের। এ দুই কোয়ার্টারে পাকিস্তানের হায়দার আসাম, আওয়ান আবদুল্লাহ এবং হানজালা আলী গোল করলে ৬-৩ ব্যবধানে ম্যাচ জিতে নেয় পাকিস্তান।
গ্রুপপর্বের প্রথম তিন ম্যাচে হংকং, শ্রীলঙ্কা এবং চীনকে হারিয়েছিল বাংলাদেশ।