এম শামসুল আরেফিন: বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত টেকসই অর্থায়ন সূচকের অন্যতম মানদণ্ড হলো পরিবেশবান্ধব ও টেকসই খাতে অর্থায়ন। পরিবেশবান্ধব অর্থায়নে এনসিসি ব্যাংক ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে ২৭২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। একই সময়ে টেকসই অর্থায়নে আমাদের প্রবৃদ্ধি ৪৯৮ শতাংশ। আমরা বাংলাদেশ ব্যাংক নির্ধারিত বিভিন্ন পরিবেশবান্ধব পণ্য, প্রকল্প ও উদ্যোগে অর্থায়ন করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—জ্বালানিসাশ্রয়ী যন্ত্রপাতি, সমুদ্র অর্থনীতি, স্বাস্থ্যসেবা ও পরিবেশবান্ধব ভবন নির্মাণ। এ ছাড়া আমরা বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপন, জ্বালানিসাশ্রয়ী পরিবহন প্রকল্প, পাটপণ্য উৎপাদন প্রকল্পসহ সৌরবিদ্যুৎ উৎপাদন এবং পরিবেশবান্ধব ইটভাটা স্থাপনসহ আরও নানা খাতে ঋণ বিতরণ করেছি। প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমরা ভালো করেছি। এই অর্জন সম্ভব হয়েছে টেকসই ব্যাংকিংয়ের প্রতি ব্যাংকের সবার অবিচল অঙ্গীকারের ফলে। পাশাপাশি পরিবেশগত, সামাজিক ও সুশাসনের মতো বিষয়গুলো মূল ব্যবসায়িক কৌশলের সঙ্গে একীভূত করাও আমাদের এই অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
