গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিকদের একটি কলোনিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়েছেন নারী ও শিশুসহ অন্তত ৩৫ জন। দগ্ধদের ২৮ জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করানো হয়েছে।
বুধবার ১৩ মার্চ রাত পৌনে ৮টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয় বলে জানা গেছে।
জানা যায়, গাজীপুরের কালিয়াকৈর থেকে নারী-শিশুসহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে জরুরি বিভাগে ৩৫ জন এসেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তাদের কার শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে সেই বিষয়টি এখনও নির্ধারণ করা হয়নি।
স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন দগ্ধদের পর্যালোচনা করে বলেন, ৭ শিশুসহ দগ্ধ ৩৫ জনের কেউ শঙ্কামুক্ত না। এদের মধ্যে ৮ জনের ৯০ শতাংশ পুড়ে গেছে। তাদের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
