গেল ঈদে রায়হান রাফী পরিচালিত মেগাস্টার শাকিব খানের ছবি ‘তাণ্ডব’-এ ক্যামিও দিয়েছিলেন আফরান নিশো। সেই ক্যামিওতে এই অভিনেতাকে তার অভিনীত ‘সুড়ঙ্গ’ ছবির মাসুদ চরিত্রে পাওয়া যায়। যা দেখে দর্শকরা চমকে গিয়েছিলেন।
‘তাণ্ডব’র মাধ্যমে বাংলাদেশের সিনেমায় প্রথমবারের ইউনিভার্স নির্মাণের ঘোষণা দেয়া হয়। এরপর থেকে দর্শকরা জানতে চাচ্ছেন, কবে আসবে ‘তাণ্ডব ২’! দর্শকদের আরও প্রশ্ন, ‘সুড়ঙ্গ’ মাসুদের নতুন কিস্তি কবে আসবে?
শনিবার (৯ আগস্ট) সকালে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে একটি আয়োজনে উপস্থিত থেকে নিশো ‘তাণ্ডব ২’র ইঙ্গিত দিয়েছেন।
আফরান নিশো বলেন, ‘তাণ্ডব-এ আমি যে ক্যামিওটা দিয়েছি, সেখানে ‘তাণ্ডব ২’ এবং ‘সুড়ঙ্গ ২’ দুটো ইউনিভার্সের ঘোষণাটা এসেছে। যারা ‘তাণ্ডব’ দেখেছেন তারা বুঝতে পারছেন ‘সুড়ঙ্গ’র সহজ সরল মাসুদ কেন হঠাৎ গ্যাংস্টার’র মতো ভাইব দিল এবং ‘তাণ্ডব ২’-তে কি হবে। আমি আগ বাড়িয়ে একটু বলে দিচ্ছি, তাণ্ডব ২-তে হয়তো কিছু একটা হবে। আমরা এটা ভাবতে পারি বা আমাদের প্রোডাকশন টিম ভাবলে এটা হবে।
মডেলিং থেকে নাটকে এসেছে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন আফরান নিশো। ২০২৩ সালের ঈদুল আযহায় রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ ছবির মাধ্যমে তার বড়পর্দায় অভিষেক ঘটে। প্রথম ছবিতে সাফল্য পান ভার্সেটাইল এই অভিনেতা। বিরতি দিয়ে দু-বছরের মাথায় অর্থাৎ গেল ঈদুল আযহায় শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’র মাধ্যমে রুপালী পর্দায় কামব্যাক করেন নিশো, এই ছবিটিও দর্শকদের কাছ থেকে প্রশংসা পায়।
প্রায়ই নিশোর কাছে অনেক দর্শক জানতে চান, রায়হান রাফীর সঙ্গে আবার নতুন ছবি কবে আসবে? এই প্রশ্নের উত্তরও দিয়েছেন নিশো।
তিনি বলেন, ওর (রাফী) সঙ্গে আমার একটা কাজের প্ল্যানিং চলছিল। কিন্তু আমি শারীরিকভাবে আঘাত পেয়েছি। পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। স্পাইনের সমস্যা হয়েছে। এজন্য রাফীর সঙ্গে প্রজেক্টটা করা হলো না। এখন আমি সবার কাছে বেস্ট উইশ চাইবো, আগামী রোজার ঈদে আমার ‘দম’ ছবির জন্য। এটা ফার্স্ট টাইম সারভাইভাল ফিল একটা ছবি।
ঈদের আগে নতুন সিনেমা না এলেও সেপ্টেম্বরে নিশো অভিনীত নতুন ওয়েব সিরিজ ভিকি জাহেদের পরিচালনায় ‘আকা’ আসছে। এতে তার সঙ্গে আরও আছেন মাসুমা রহমান নাবিলা, সেমন্তী সৌমি প্রমুখ। ন্যায়-অন্যায়, শোধ-প্রতিশোধ, সাসপেন্স ও রহস্যের মিশেলে নির্মিত হয়েছে এই সিরিজটি।