গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি-সেক্রেটারির বিরুদ্ধে মামলা | চ্যানেল আই অনলাইন

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি-সেক্রেটারির বিরুদ্ধে মামলা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে ঘিরে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ ৭৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪ শতাধিক ব্যক্তিকে আসামী করে সন্ত্রাস দমন আইনে নতুন করে ১টি মামলা দায়ের করেছে পুলিশ।

গোপালগঞ্জ সদর থানার এসআই মো. শফিকুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন।

এ নিয়ে ৫টি হত্যা মামলাসহ মোট ১৫টি মামলা দায়ের করা হলো। পনেরোটি মামলার মধ্যে ১টি মামলার বাদী হয়েছেন গুলিবিদ্ধ হয়ে নিহত রমজানের ভাই জামাল মুন্সি। বাকি ১৪টি মামলার বাদীই হচ্ছে বিভিন্ন থানার পুলিশ।

শুক্রবার (১ আগস্ট) রাতে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা, ককটেল বিস্ফোরণ, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, জেলা কারাগারে হামলা, জেলা প্রশাসকের বাসভবনে হামলা, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ও ৫ হত্যাকাণ্ডের ঘটনায় মোট ১৫টি‌ মামলা করা হলো।

গোপালগঞ্জ সদর থানা, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া থানায় এ মামলাগুলো দায়ের করা হয়েছে।

পুলিশের হিসাব অনুযায়ী, ৫টি হত্যা মামলাসহ মোট ১৫ মামলায় মোট ১৬ হাজার ১৬২ জনকে আসামি করা হয়েছে। এরমধ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১ হাজার ২৫২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৪ হাজার ৯১০ জনকে আসামী করা হয়।

ওসি জানান, ১৬ জুলাই এনসিপির সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি এলাকায় গাছ কেটে রাস্তার ওপর ফেলে অবরোধ করে স্থানীয় আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা। শুধু তাই নয়, তারা দেশীয় অস্ত্রসশস্ত্র নিয়ে সড়কে মহড়া দেয়। যানচলাচল বন্ধসহ জনমনে আতঙ্ক সৃষ্টি হয়।

Scroll to Top