গোপালগঞ্জে ৪ গাড়ির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ | চ্যানেল আই অনলাইন

গোপালগঞ্জে ৪ গাড়ির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ | চ্যানেল আই অনলাইন

গোপালগঞ্জের ঘোষগাতিতে ৪টি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

আজ (৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের ঘোষগাতিতে ঢাকাগামী বাস, ট্রাক ও কাভার্ড ভ্যানের চতুর্মুখী সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মীর সাজেদুর রহমান।

বৃহস্পতিবার ভোরে ঘন কুয়াশার মধ্যে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস গোপালগঞ্জের ঘোষগাতি এলাকায় পৌঁছালে বিপরীতগামী একটি ট্রাক ও দুটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়।

এসময় ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় ৩ ঘন্টা ধরে যানবাহন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

প্রায় ৩ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে ওই রুটে যানবাহন চলাচল শুরু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠান হয়েছে।

Scroll to Top