গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সেনা, পুলিশ ও এনসিপির নেতাকর্মীদের সাথে সংঘর্ষে নিহত ৫জনের মধ্যে ৪জনের ঘটনায় পুলিশ বাদী হয়ে ৪টি হত্যা মামলাসহ মোট ৮টি মামলা দায়ের করেছে।
শনিবার (১৯ জুলাই) গোপালগঞ্জ সদর থানায় এসব মামলা করা হয়।
গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এই আট মামলায় কমপক্ষে ১০ হাজার মানুষকে আসামী করা হয়েছে। এরমধ্যে গত ৫দিনে প্রায় ৪ শতাধিক নারী ও পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।