গোপালগঞ্জে এইচএসসি পরীক্ষা স্থগিত | চ্যানেল আই অনলাইন

গোপালগঞ্জে এইচএসসি পরীক্ষা স্থগিত | চ্যানেল আই অনলাইন

গোপালগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষিতে এবং পরীক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় এইচএসসি পরীক্ষার ভূগোল (তত্ত্বীয়) ২য় পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ (১৬ জুলাই) বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন গোপালগঞ্জ জেলার জন্য এই সিদ্ধান্ত কার্যকর হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গোপালগঞ্জ জেলার স্থগিতকৃত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে যথাসময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

তবে অন্যান্য জেলাসহ দেশের সকল সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৭ জুলাই অনুষ্ঠিতব্য ভূগোল (তত্ত্বীয়) ২য় পত্র (পত্র কোড-১২৬) পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

Scroll to Top