মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৬ টা ৪০ মিনিটে মারা গেছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী গুলশান আরা আহমেদ। তার আগে হার্ট অ্যাটাক নিয়ে ভর্তি হয়েছিলেন রাজধানীর একটি হাসপাতালে। সেখানেই লাইফ সাপোর্টে ছিলেন নাাটকের জনপ্রিয় এই মুখ। গুণী অভিনেত্রীর হঠাৎ বিদায়ে নাকট ও সিনেমা অঙ্গনে শোকের ছায়া। সোশ্যাল মিডিয়াতেও চলছে এই অভিনেত্রীর স্মরণে স্মৃতিচারণ-
মিশা সওদাগর, অভিনেতা
ডিপজল, অভিনেতা ও প্রযোজক
মনিরা মিঠু, অভিনেত্রী
জায়েদ খান, চিত্রনায়ক
ইফতেখার ফাহমি, নির্মাতা
শাহনূর, চিত্রনায়িকা
তাহমিনা সুলতানা মৌ, অভিনেত্রী
শাহেদ আলী, অভিনেতা
ইরফান সাজ্জাদ, অভিনেতা
কাজল আরেফিন অমি, নির্মাতা
সনি রহমান, অভিনেতা
জাহিদ ইসলাম, অভিনেতা
রাফাত মজুমদার রিংকু, নাট্য নির্মাতা
জংলি টিম